গ্রাফিক্স ডিজাইন শিখতে যা জানতে হবে
গ্রাফিক্স ডিজাইন কী?
আমি আমার ভাষায় সহজে বুঝি গ্রাফিক্ শব্দটির অর্থ হচ্ছে ড্রইং বা রেখা (আঁকা) আর যদি ডিজাইন শব্দের অর্থ বুঝি তাহলে দাড়ায় নকশা বা পরিকল্পনা। আমরা আরো জানি যে, গ্রাফিক অর্থের নানা অর্থ যেমন চিত্র গ্রাফিক শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে। আমরা খুব সহজে জানতে চাই যে, চিত্র দ্বারা নকশা তৈরি করাকে বুঝায় গ্রাফিক্স ডিজাইন।
মানুষের কিছু মনের কথা যা না বললে নয়- বেশির ভাগ সময় অনেক লোক এসে বা প্রশ্ন করে আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো বা বলে ফটোশপ শিখবো নানা প্রশ্ন আসলে কি? গ্রাফিক্স ডিজাইন খুব সহজ কিন্তু এর পিছনে সব সময় ধর্য্য এর একটি বিশেষ সহযোগী অধ্যায় বলে আমি মনে করি কারণ ধর্য্য না থাকলে গ্রাফিক্স ডিজাইন শেখা কঠিন বলে আমি মনে করি।
গ্রাফিক্স ডিজাইন করে কি হবে? প্রথমেই বলে নেই গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অনলাইন জগতের এক বিশাল সম্ভাবনাময় ভান্ডার। প্রতিনিয়ত এর চাহিদা বাড়তে চলেছে..ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অন্যতম টাইটেল গ্রাফিক্স ডিজাইন। বাদ দেন অনলাইনের কথা অফলাইনে যে কাজ করা যায় তা একটু ভাবুন আমরা নানা ধরনের সাইনবোড, ব্যানার, বিলবোড, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, হালখাতার কার্ড, মেমো, ভাইচার, স্কুল/কলেজ/মাদ্রাসা/ ইত্যাদি প্রতিষ্ঠানের সকল কাজ করার আগে গ্রাফিক্স করতে হয় এই সকল কাজ করে আপনি প্রতি মাসে ৩০ হাজারও বেশি টাকা ইনকাম করতে পারেন। এখন শুধু তাই নয় ওয়েব ডেপলোমেন্টর জন্য ওয়েব ডিজাইনের প্রয়োজন হয়ে থাকে তখন আপনি এই গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়ে থাকে যেমন লোগো, ব্যানার, এ্যাড, ইত্যাদি কাজ গুলো আপনাকে শিখে নিতে হবে এবং পিসডি টু ওয়াডপ্রেস এর কাজ আপনি শিখে অনেক টাকা ইনকাম করতে পারেন। আপনারা অনলাইনে সার্চ দিলে আরো বিস্তারিজ জানতে পারবেন গ্রাফিক্স ডিজাইন শিখে কি হয়।
এখন বলি ডিজাইন করতে কি প্রয়োজন? প্রথমে ১। এ্যালিমেন্টস (Elements) ও ২। ইকুইপমেন্ট (Equipment) গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে যে বিশেষ সফটওয়্যার গুলো প্রয়োজন তা নিম্নে দেওয়া হল:
learning the graphics design
- Adobe Photoshop
- Adobe Illustrator
- CorelDraw Graphics Suite X5
- Adobe In design
- Adobe Flash
- Corel Paint Shop Photo Pro X3
আরো ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনের আকর্ষনীয় কাজ করা সম্ভব।
গ্রাফিক্স ডিজাইনের ফান্ডামেন্টালের পর এখন আমরা কিছু এ্যাডভান্সড লেভেলের কিছু কথা শিখবো—-
গ্রাফিক্স ডিজাইন করার জন্য প্রথমে দুইটি সফটওয়্যার ইনস্টল করে নিবেন এবং এটি অবশ্যই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আপডেট ভার্সনের এখন চলছে অ্যাডোবি ইলাস্ট্রেটটর সিসি এবং অ্যাডোবি ফটোশপের সিসি প্রোগ্রাম
আমি গ্রাফিক্স ডিজাইনের দুইটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো:-
ভেব্টর ইমেজ ও রাস্টার ইমেজের পার্থক্য (Distinguish between vector image and raster image) : কম্পিউটারে গ্রাফিক্স দুইটি প্রধান ভাগে বিভক্ত- একটি ভিক্টর গ্রাফিক্স এবং অপরটি রাস্টার বা Pixel গ্রাফিক্স ।ইলাস্ট্রেটর এর যে কোন Artwork ই হচ্ছে Vector গ্রাফিক্স। অপরদিকে Photoshop এর সমস্ত ইমেজই Raster বা Pixel গ্রাফিক্স। অবশ্য ইলাস্ট্রেটরের Vector nগ্রাফিক্সকে কমান্ডের মাধ্যমে (Object>Resterize) Raster বা Pixel করে নেওয়া যায়। Vector গ্রাফিক্স Line এবং Curve এর সমন্বয়েএক ধরনের জ্যামিতিক Object দিয়ে তৈরি হয়, যাকে বলে Vector । অপরদিকে Raster গ্রাফিক্স চারকোনা টাইলস এর মত শেপের Pixel দিয়ে তৈরি হয়। Raster ইমেজের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এতে নির্দিষ্ট সংখ্যক Pixel থাকে। ইমেজটি ফেটে যায়। যখন Vector গ্রাফিক্সকে বড় করা হয় তখন অবজেক্টগুলও পরিবর্তন হয়, ফলে ইমেজ গুলো ফাটে না। বিভিন্ন ধরনের অলংকরণ। text, Logo, গ্রাফিক্সের অনেক কাজে লাগে এবং এটি বহুল ব্যবহৃত হয়।
গ্রাফিক্স ডিজাইন শিখতে যে অফশন গুলো আগে জানতে হবে-
- টুলবক্সের যাবতীয় টুল গুলোর কাজ পুংখানু পুংখানু ভাবে শিখতে হবে।
- বিভিন্ন ধরনের প্যালেট গুলোর ব্যবহার জানতে হবে।
- কাস্টমাইজড ইলাস্ট্রেটর সর্ম্পকে
- ডকুমেন্ট সেটআপ
- ফ্রিফারেন্স সেট করা
- ফন্ট সর্ম্পকে
- ফিল্টারিং
- কালার ম্যানেজমেন্ট
- সাইজ
- ফরমেট
- রেজলুশন
- ফোরগ্রাউন্ড
- ব্যাকগ্রউন্ড
আউটসোর্সিং :
এ গ্রাফিক্স ডিজাইন বিশাল সম্ভবনা- যা আপনি অনলাইন জগতে সেরা কাজের বিশাল জগত যে কোন একটা সেক্টারে আপনি কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। নিম্নে আউটসোর্সিং নিয়ে ৮১টি কাজের তালিকা দেওয়া হল একটু দেখে নিবেন।গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইন অায় করুন- কোন সেক্টরে কাজ শিখবো? নিম্নে কিছু গ্রাফিক্স ডিজাইনের বিষয় ভিক্তিক কাজের তালিকা দেওয়া হল এর মধ্যে যে কোন একটি আপনার পছন্দ অনুযায়ী কাজ শিখে অনলাইনে আয় করতে পারেন: গ্রাফিক্স ডিজাইন (লোগো ডিজাইন, ব্যবসা কার্ড, কার্টুন, পোস্টার বুক কভার ও প্যাকেজিং, ওয়েব ও মোবাইল ডিজাইন, সামাজিক মিডিয়া ডিজাইন, ব্যানার বিজ্ঞাপন, ফটোশপ এডিটিং, 3D এবং 2D মডেল, টি-শার্ট, ইনফোগ্রাফিকস, ভেক্টর ট্রেসিং, লোগো ডিজাইন)
অ্যাডোবি ইলাস্ট্রেটটরের ভিতরে যে টুল বিভিন্ন অফশন রয়েছে তার পরিচিতি:
- অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করা
- অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিন পরিচিতি
- ভেক্টর ইমেজ ও রাস্টার ইমেজের পার্থক্য
- টুল বক্সের সব উপাদান
- বিভিন্ন ধরনের প্যালেট এর ব্যবহার
- কাস্টমাইজ ডকুমেন্ট
- ডকুমেন্ট সেটআপ
- প্রিফারেন্স সেট করা
- রুলারস অনুশীলনী করা
- চতর্ভূজ ও উপবৃত্ত তৈরি করা
- পরিগন টুল, স্টার টুল, স্পাইরাল টুল
- আর্টওয়ার্ক সেভ করা
- সিলেকশন টুল বিভিন্ন ভাবে
- ডাইরেক্ট সিলেকশন টুল
- গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে অবজেক্টকে বাছাই করা
- লুক অবজেক্ট বাহির
- লুকানো সিলেকশন
- লেয়ার এবং লেয়ার প্যালেট চয়েস
- নতুন লেয়ার তৈরি
- লেয়ার এডিট
- লেয়ার লক করা লুকানো
- লেয়ার মার্জ করা
- লেয়ারের মধ্যে উপাদান সমূহ মুভ বা কপি করা
- পেন টুল এর ব্যবহার
- ওপেন এবং ক্লোজড পাথ তৈরি করা
- অ্যাক্কর পয়েন্ট টুল , ডিলিট অ্যাক্কর পয়েন্ট টুল এবং কনভার্ট অ্যাক্কর পয়েন্ট টুল
- স্মুথ টুল, ইরেজ টুল, রিশেপ টুল, সিজার্স টুলএবং নাইফ টুল
- ব্রাশ প্যালেট, ফিল এবং স্ট্রোক
- কালার প্যালেট. কালার মডেল এবং কাস্টম কালার
- আইড্রপার ও পেইন্ট বাকেট টুলসের ব্যবহার
- ট্রান্সফরমেশন টুল
- ট্রান্সফর্ম, অ্যালাইন, এবং পাথ ফাইন্ডার প্যালেট
- ডিভাইড/ট্রিম/মার্জ/ক্রোপ/আউটলাইন
- টাইপ টুল, পয়েন্ট টেক্সট,এরিয়া টেক্সট এবং লিস্ক টেক্সট
- পাথে টেক্সট টাইপ, পাথ বরাবর টেক্স মুভ
- ক্যারেক্টর প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট কমান্ড
- ট্যাব প্যালেট, এমএম ডিজাইন প্যালেট