ইমেইল আইডি খোলার নিয়ম
ইমেইল কমবেশি সবারই বিভিন্ন কাজে দরকার হয়। তবে আমাদের মধ্যে অনেকেই ইমেইল একাউন্ট তৈরী কিভাবে করতে হয় – সেটাই জানেন না। ইমেইল একাউন্ট খোলার জন্য অনেক ওয়েবসাইট থাকলেও সবচেয়ে বেশি জনপ্রিয় হলো গুগল এর জিমেইল। জিমেইল এর অসংখ্য সুবিধা ও অধিক গ্রহণযোগ্যতার ফলে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত ইমেইল সার্ভিস এটি। চলুন জেনে নেওয়া যাক, আমরা ঘরে বসেই নিজে নিজে জিমেইল আইডি কিভাবে খুলবো।
জিমেইল কি?
জিমেইল হচ্ছে গুগল এর ফ্রি ইমেইল সার্ভিস, যা ২০০৪ সালের এপ্রিল মাসের ১ তারিখে চালু করা হয়। মজার ব্যাপার হলো, এপ্রিলের প্রথম দিনেই এই সার্ভিসটি চালু করায় অনেকেই এটিকে এপ্রিল ফুল প্র্যাংক ভেবে নিয়েছিলো। সেই সময় ইয়াহু ও মাইক্রোসফট এর হটমেইল ব্যাপক জনপ্রিয় হলেও, জিমেইল আসার পর ধীরে ধীরে কমতে থাকে এসব সার্ভিসের ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে ২ বিলিয়নের অধিক জিমেইল ব্যবহারকারী রয়েছেন।
ইমেইল আইডি কেনো খুলবেন
ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ইমেইল আইডি অনেক দরকারী একটি টুল। ইমেইল আইডি থাকার সুবিধাসমুহঃ
- ইমেইল একটি ফ্রি টুল, যা ব্যবহার করে মেসেজ আদান-প্রদান করা যায়
- প্রফেশনাল ক্ষেত্রে ইনস্ট্যান্ট মেসেজ এর চেয়ে ইমেইল কে বেশি প্রাধান্য দেওয়া হয়
- একবার ইমেইল একাউন্ট তৈরী করা হয়ে গেলে খুব সহজেই মেসেজ কম্পোজ, সেন্ড ও রিসিভ করা যায়
- ইন্টারনেট সংযোগ থাকলে বিশ্বের যেকোনো প্রান্ত হতেই ব্যবহার করা যায় ইমেইল
- ইমেইল মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট ও ফাইল খুব সহজেই শেয়ার করা যায়
- বিভিন্ন ওয়েবসাইট, যেমনঃ ফেসবুক, টুইটার ইত্যাদিতে একাউন্ট খোলার ক্ষেত্রে ইমেইল এর প্রয়োজন হয়
সাধারণ ইমেইল এর সুবিধা আমরা উপরে উল্লিখিত তথ্য থেকে জেনেছি। এসবের বাইরে জিমেইল এ ইমেইল একাউন্ট খুললে পাওয়া যায় আরো বাড়তি কিছু সুবিধা। যেমনঃ
- জিমেইল একাউন্ট খুললে গুগল একাউন্ট তৈরী হয়ে যায়, যা মাধ্যমে গুগল এর সকল সার্ভিস ব্যবহার করা যায়
- এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল একাউন্ট থাকা অনেকটাই অত্যাবশ্যক
- ইউটিউব ব্যবহার করতে জিমেইল প্রয়োজন হয়; যার মাধ্যমে ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব, কমেন্ট করা, চ্যানেল খোলা ইত্যাদি করা যায়
- জিমেইল এর সাথে পাওয়া গুগল একাউন্টে ১৫ জিবি ফ্রি স্পেস দেওয়া হয়, যা গুগলের সার্ভিসসমুহে ইচ্ছামত ব্যবহার করা যায়
- কম্পিউটার থেকে স্মার্টফোন, প্রত্যেক প্ল্যাটফর্মেই খুব সহজেই ব্যবহার করা যায় জিমেইল
মোবাইল থেকে জিমেইল ইমেইল একাউন্ট খোলার নিয়ম
মোবাইল থেকে জিমেইল আইডি খোলার পদ্ধতি অনেক সহজ। নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই জিমেইল আইডি খোলা যাবে। চলুন জেনে নিই, ঘরে বসে জিমেইল আইডি কিভাবে খুলবো। মোবাইল থেকে জিমেইল আইডি খুলতেঃ
- ফোনের Settings অ্যাপে প্রবেশ করুন
- Settings থেকে একাউন্টস এ প্রবেশ করুন
- Add Account এ ক্লিক করুন
- Google সিলেক্ট করুন
- এরপর ফোনের পিন বা প্যাটার্ন থাকলে, সেটি প্রদান করুন
- এরপর এমন দেখতে একটি পেজ দেখতে পাবেন
- Create Account লেখায় ক্লিক করুন
- নিজের জন্য একাউন্ট খুললে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে একাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
- এরপর First Name এ আপনার নামের প্রথম অংশ ও Last Name এ আপনার নামের শেষের অংশ লিখে Next চাপুন
- এখন আপনার জন্মতারিখ ও লিঙ্গ (Gender) সিলেক্ট করুন এবং Next চাপুন
- এরপর জিমেইল একাউন্ট যেভাবে খুলতে চান, সেটি লিখে Next চাপুন
- এরপর একাউন্ট এর পাসওয়ার্ড যা দিতে চান, সেটি লিখে Next চাপুন
- এরপর ভেরিফিকেশন এর জন্য আপনার হাতের নিকটে থাকা যেকোনো একটি ফোন নাম্বার প্রদান করে Next চাপুন
- এরপর একটি ভেরিফিকেশন কোড এর এসএমএস পাবেন, যা আপনাআপনি ভেরিফাই হয়ে যাবে
- স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাই না হলে এসএমএস থেকে কোডটি প্রদান করুন
- এরপর প্রদত্ত ফোন নাম্বারটি একাউন্টে এড করতে চাইলে Next ও এড না করতে চাইলে Skip চাপুন
- এরপর আবার Next চাপুন
- Privacy & Terms পেজ আসলে নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন
- উপরোক্ত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার জিমেইল একাউন্ট খুলে যাবে।
আরো জানুনঃ
কম্পিউটার থেকে জিমেইল ইমেইল আইডি খোলার নিয়ম
কম্পিউটার থেকেও সহজেইই জিমেইল একাউন্ট তৈরী করা যায়। কম্পিউটার থেকে জিমেইল একাউন্ট তৈরীর নিয়ম অনেকটা মোবাইলে জিমেইল একাউন্ট খোলার মতোই। কম্পিউটার থেকে জিমেইল একাউন্ট খোলার নিয়মঃ
- যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করে এড্রেস বারে gmail.com লিখে Enter চাপুন
- Create Account লেখায় ক্লিক করুন
- নিজের জন্য একাউন্ট খুললে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে একাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
- এরপর First Name, Last Name, Username (Email), Password প্রদানের পেজ দেখতে পাবেন
- পেজে উল্লিখিত বক্সসমুহে সকল তথ্য সঠিকভাবে প্রদান করুন
- এরপর Next চাপুন
- এরপর ভেরিফিকেশন এর জন্য আপনার হাতের নিকটে থাকা যেকোনো একটি ফোন নাম্বার প্রদান করে Next চাপুন
- ফোনের এসএমএস এ পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রদান করে Verify এ ক্লিক করুন
- এরপর প্রদত্ত সকল তথ্য দেখতে পাবেন
- সকল তথ্য সঠিক কিনা তা যাচাই করে Next চাপুন
- এরপর Privacy & Terms পেজে আসলে সেখানে থাকা I Agree বাটন চাপুন
- উল্লিখিত নিয়ম সঠিকভাবে অনুসরণ করলে আপনার জিমেইল একাউন্ট খুলে যাবে
জিমেইল ব্যবহারের নিয়ম
জিমেইল একাউন্টে লগিন করতেঃ
- gmail.com এ প্রবেশ করুন
- এরপর ইউজার-নেম অর্থাৎ ইমেইল এড্রেস ও একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
- সঠিকভাবে ইমেইল ও পাসওয়ার্ড দিলে জিমেইল একাউন্টে লগিন হয়ে যাবে
জিমেইল সেটিংস এ প্রবেশ করতেঃ
- gmail.com এ প্রবেশ করে ডানদিকের উপরের কর্নারে থাকা গিয়ার আইকনে ক্লিক করুন
- এরপর Settings এ ক্লিক করল সেটিংস পেজ দেখতে পাবেন
জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম
আপনার নিকট একাধিক অপ্রয়োজনীয় জিমেইল একাউন্ট থাকলে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত জিমেইল একাউন্ট ডিলিট এর সিদ্ধান্ত নিতে পারেন। জিমেইল একাউন্ট ডিলিট করতেঃ
- জিমেইল একাউন্ট ডিলিট করতে এই লিংকে প্রবেশ করুন
- এরপর প্রদর্শিত পেজ থেকে Delete your account এ ক্লিক করুন
- প্রদর্শিত দুইটি চেকবক্সে টিক মার্ক দিয়ে Delete Account চাপুন
- Delete Account চাপার পর আপনার জিমেইল একাউন্ট ও এর সাথে কানেক্টেড সকল সার্ভিস ডিলেট হয়ে যাবে